শহর পরিচ্ছন্নতায় ওরা

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও জনসচেতনতা বাড়াতে কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীদের স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ফরিদপুরের উদ্যোগে শুক্রবার শহরের কোর্ট চত্বর ও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে পরিচ্ছিন্নতা অভিযান  চালানো হয়েছে। ২৭জনের একদল ছাত্র-ছাত্রী শুক্রবার সকাল সাড়ে ৯ টা থেকে আনুষ্ঠানিক ভাবে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে। এই পরিষ্কার পরিচ্ছন্ন  কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোঃ নুরুল ইসলাম। কর্মসুচিতে অংশ নেন বিডি ক্লিন ফরিদপুরের সভাপতি অনন্যা সিংহ, সদস্য নৈরিতা জাহান বাঁধন, জেবা তাহসিন,তাজনিন তনু,ফয়সাল শরীফ,সুমিত্রা দে,অন্তরা রহমান,প্রিতম সরকার পল্লব,সাজ্জাদ সৌরভ,রিফাত আহমেদ, অন্তর কুমার,সুমাইয়া ইসলাম,ফরিদপুর প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, আইনজীবি এ্যাডভোকেট অনিমেষ রায়, রোটারিয়ান আলমগীর হোসেন প্রমুখ। বিডি ক্লিন এর ফরিদপুরের সভাপতি অনন্যা সিংহ জানান, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন এর সদস্যরা ফরিদপুর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অঙ্গীকারাবদ্ধ। আজ থেকে শুরু হলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা সৃষ্টির কাজ,এ কাজে আমাদের সর্বাতœক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ফরিদপুরের পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু। তার সহযোগীতায়  আমরা ফরিদপুরবাসী ঐক্যবদ্ধভাবে ফরিদপুর শহরকে পরিচ্ছন্ন শহরে রুপান্তরিত করবো। অনন্যা সিংহ ফরিদপুরবাসীর উদ্যেশে বলেন, পলিথিন,কলার খোসা,বিস্কুট বা চিপসের প্যাকেট,টিস্যু পেপার,টুকরো কাগজসহ শহরকে অসুন্দর বা অপরিচ্ছন্ন করে এমন দ্রব্যাদী কোথাও ফেলবেন না, নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে ফরিদপুর কে ক্লিন সিটিতে রুপান্তরিত করতে সহযোগিতা করুন।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment